বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা

বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা
বিপদে আমি না জেন ভয়
দুঃখতাপে ব‍্যাথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা
দুঃখ যেন করিতে পারি জয় 
সহায় মোর না যদি জুটে
নিজের বল না যেন টুটে
সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা
তরিতে পারি শক্তি যেন রয়

সারমর্ম: বিপদে বা দুঃসময়ে সৃষ্টিকর্তার সাহায্য আশায় না থেকে নির্ভয়ে তা মোকাবিলা করতে হবে | জীবনের প্রতিকুল অবস্থায় ভেঙে না পড়ে দৃঢ় মনোবলের সাথে তা জয় করা উচিত | দুঃখ-দুদশায় বা বিপদে - আপদে সৃষ্টিকর্তার সাহায্য না চেয়ে বরং শক্ত-সামথ‍্য, সাহস ও মনোবল কামনা করা শ্রেয়

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি